¡Sorpréndeme!

Rahul Gandhi \'দোষী\' সাব্যস্ত

2023-03-23 2 Dailymotion

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে  দোষী সাব্যস্ত করল গুজরাটের সুরাটের একটি জেলা আদালত। সুরাটের জেলা আদালত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তাঁর \'মোদী পদবী\' মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত করে। রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি এবং মানহানির মামলাতেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয় বলে খবর।